1. sadhinbarta2024@gmail.com : admin :
  2. sadhinbarta202444s@gmail.com : স্বাধীন বার্তা ডেস্ক : স্বাধীন বার্তা ডেস্ক
শিবগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ - স্বাধীন বার্তা - Sadhin Barta
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৩৭|

শিবগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, এপ্রিল ১৪, ২০২৪,
  • 14 বার পড়া হয়েছে

মোঃ আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ

বাঙালির জীবনের নতুন একটা বছরের প্রথম দিন। বাংলা নববর্ষকে ঘিরে প্রাণের স্পন্দন ফিরে পেয়েছে সবাই। অসাম্প্রদায়িক
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ‘নব আনন্দে জাগো আজি রবিকিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জল নির্মল জীবনে’ স্লোগানে যেখানে অংশ নেয় আবাল-বৃদ্ধা-বনিতা সবাই। এভাবেই নানান আয়োজনে উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১। পুরোনো দিনের জরাজীর্ণতাকে মুছে ফেলে নতুন দিনের গান গেয়েছেন সবাই।
মঙ্গল শোভাযাত্রায় পৃথিবীতে শান্তির প্রত্যাশা করা হয়েছে। আর নানান আয়োজনের মধ্যদিয়ে পুরাতন বছরের সকল গ্লানি মুছে বাংলা নববর্ষকে বরণ করতে শিবগঞ্জ উপজেলার সব বয়সের মানুষ উৎসবে মেতে উঠে।

বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সকাল সাড়ে ৯ টার সময় শিবগঞ্জ উপজেলা প্রশাসন চত্বরের সামনে শোভাযাত্রার শুভ সুচনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়। বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ মাননীয় জাতীয় সংসদ সদস্য, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জুবায়ের হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলী বেগম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি তদন্ত, সুকোমল চন্দ্র দেবনাথ, শিবগঞ্জ থানা সাব-ইন্সপেক্টর অব পুলিশ মোঃ হাসান আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী তরুনীদের পরনে শোভা পায় লাল-সাদা, সবুজ-লাল পাড়ের শাড়ি । এছাড়া তরুণসহ বিভিন্ন বয়সীদের পরনে লাল-সাদা, বিভিন্ন রংয়ের পাঞ্জাবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 sadhinbarta.com