1. sadhinbarta2024@gmail.com : admin :
  2. sadhinbarta202444s@gmail.com : স্বাধীন বার্তা ডেস্ক : স্বাধীন বার্তা ডেস্ক
গোপালগঞ্জে ১৪ তম কোর্স ফর রোভার মেট অনুষ্ঠিত - স্বাধীন বার্তা - Sadhin Barta
১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:০২|

গোপালগঞ্জে ১৪ তম কোর্স ফর রোভার মেট অনুষ্ঠিত –

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, মে ২, ২০২৪,
  • 18 বার পড়া হয়েছে

অনিক কুমার সাহা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউটসের অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটস, গোপালগঞ্জ জেলা রোভার বাস্তবায়নে ২-৫ মে ২০২৪ খ্রি. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ১৪ তম কোর্স ফর রোভার মেট। আজ ২ মে সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মণি, সহসভাপতি, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস, গোপালগঞ্জ জেলা রোভার; ড. মোঃ শাহজাহান, ডিন, বিজ্ঞান অনুষদ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ; ড. মোহাম্মদ আলী খান, ডিন, জীব বিজ্ঞান অনুষদ; ড. মোঃ আব্দুর রহমান, ডিন, মানবিকী অনুষদ, বশেমুরবিপ্রবি; ড. আব্দুল্লাহ আল আসাদ, ডিন, ইন্জিনিয়ারিং অনুষদ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ; ড. মোঃ কামরুজ্জামান, প্রক্টর, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ; মোঃ ফায়েকুজ্জামান টিটো, সভাপতি, শিক্ষক সমিতি, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন তাপস কান্তি সমাদ্দার, কোর্স লিডার, ১৪ তম কোর্স ফর রোভার মেট এবং সকল প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং ভলেন্টিয়ার বৃন্দ।

২ মে সকাল ৯.০০ মিনিটে কোর্স লিডারের মাধ্যমে পতাকা উত্তোলন করে শুভ সূচনা করেন এবং কোর্স তিন রাত ৪ দিন চলবে। বিভিন্ন বিষয় সম্পর্কে রোভার ও গার্ল ইন রোভার জানতে পারবে এবং তাদের সামাজিক, আত্মীক উন্নতিতে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অভিন্ন গুরুত্ব রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 sadhinbarta.com