1. sadhinbarta2024@gmail.com : admin :
  2. sadhinbarta202444s@gmail.com : স্বাধীন বার্তা ডেস্ক : স্বাধীন বার্তা ডেস্ক
বদলগাছীর পাহাড়পুরের ধর্মপুর মাদ্রাসা পাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - স্বাধীন বার্তা - Sadhin Barta
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:৪২|

বদলগাছীর পাহাড়পুরের ধর্মপুর মাদ্রাসা পাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, এপ্রিল ১১, ২০২৪,
  • 11 বার পড়া হয়েছে

মোঃ সারোয়ার হোসেন অপু

বিশেষ প্রতিনিধি,

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরের ধর্মপুর মাদ্রাসা পাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঈদ আনন্দকে স্মৃতি হিসবে ধরে রাখতে ঈদ উপলক্ষে নানা রকম খেলাধূলা সম্পন্ন হয়েছে।
১১ এপ্রিল,বৃহস্পতিবার, ঈদের দিন দুপুর থেকে রাত ১২ টা অবধি এই খেলাধুলার এ-ই কার্যক্রমটি পরিচালিত হয়।
খেলাধুলার মধ্যে মেয়েদের বালিশ খেলা,দাদা নাতির ফুটবল খেলা ও মোট চারটি গ্রুপে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উৎসবমূখর পরিবেশে স্থানীয় বিপুল সংখ্যক দর্শক এই খেলাগুলি উপভোগ করেন।

উক্ত খেলাধুলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক, জননেতা মোঃ আব্দুল আলিম।
খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল আলিম বলেন,”বর্তমান সময়ের তরুণেরা ভয়ংকর নেশার রাজ্যে বিচরণ করছে।তোমরা সেই কালো অধ্যায়ে না গিয়ে খেলাধুলায় মনোনিবেশ করেছো।তাই এবারের শ্লোগান হবে,নেশাকে না বলি,ক্রীড়াকে হ্যাঁ বলি।
আমি কথা দিলাম সর্বাত্মকভাবে আমাকে তোমাদের পাশে পাবে”

খেলা শেষে ধর্মপুর মাদ্রাসা পাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে সন্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট প্রধান করা হয়।
খেলা চলাকালীন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ আব্দুল হাকিম মাস্টার,মিজানুর রহমান মিজান,সুলতান মাহমুদ মিঠু,জিহাদ (জামাই)সহ ধর্মপুর গোয়ালভিটা গ্রামবাসী।
উল্লেখ্য যে,ফুটবল খেলায় দাদা বনাম নাতির খেলায় দাদা দল ২-০ গোলে বিজয়ী এবং ট্রাইবেকারে রকি একাদশকে হারিয়ে সাগর একাদশ ৬-৫ গোলে বিজয় লাভ করে।
মাঠে ফুটবল খেলাটির আয়োজন ও পরিচালনার দায়িত্ব পালন করেন মোঃ রুবেল হোসেন এবং ধারা বিবরণীতে ছিলেন মোঃ কাওসার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 sadhinbarta.com