1. sadhinbarta2024@gmail.com : admin :
  2. sadhinbarta202444s@gmail.com : স্বাধীন বার্তা ডেস্ক : স্বাধীন বার্তা ডেস্ক
ছাত্রলীগের বাৎসরিক পুনর্মিলনী অনুষ্ঠানে উগ্রপন্থীদের হামলা - স্বাধীন বার্তা - Sadhin Barta
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১১:৩৩|

ছাত্রলীগের বাৎসরিক পুনর্মিলনী অনুষ্ঠানে উগ্রপন্থীদের হামলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪,
  • 8 বার পড়া হয়েছে

নীলফামারীর জেলা প্রতিনিধিঃ

নীলফামারী জেলার জলঢাকা থানার শৌলমারী ইউনিয়নের আনছার হাট টাওয়ারপাড়ায় অনুষ্ঠিত হয় ছাত্রলীগের বাৎসরিক পুনর্মিলনী ও প্রতিভোজ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানটি বঙ্গবন্ধুকে স্মরণ করে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ছাত্রলীগের কর্মীরা নিজস্ব অর্থায়নে এক লক্ষ ২২ হাজার ৩৮০ টাকা ব্যয় করে এ অনুষ্ঠানটির আয়োজন করেন। বাইশে এপ্রিল ২০২৪ ইং রোজ সোমবার। তারা গ্রামের মধ্যে মনোরম সুশীল পরিবেশে সামাজিকতার সাথে এ অনুষ্ঠানটির ব্যবস্থা করেন। এবং এই অনুষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে জননেত্রী শেখ হাসিনার ভিষন ৪১ কে বাস্তবায়ন করা। শৌলমারী ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা দেশ ও জনগনের সেবায় নিস্ঠার সাথে কাজ করে যাচ্ছে। ছাত্রলীগের এই মিলন মেলা ও প্রতিভোজ অনুষ্ঠানে হঠাৎ কিছু চাঁদাবাজ ও উগ্রপন্থিরা জুয়া খেলার আসর জমায়।তখন ছাত্র লীগ কর্মীরা বলেন আমাদের এই পুনর্মিলনি অনুস্ঠানে জুয়ার আসর চলবেনা।তখন উগ্রপন্থি চাঁদাবাজরা উক্ত অনুষ্ঠানের বেনারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও জননেত্রী শেখ হাসিনার ছবি এবং ৩০ টি চেয়ার ও ৫০ টি ছাত্রলীগের লোগো থাকা টি শার্ট জনসম্মুখে পুরে ছাই করে দেন।ও প্রায় ৮৫ জনের খাবার নষ্ট করে দেন এবং ছাত্রলীগ কর্মীদের ডাং মারের হুমকি দিয়ে উক্ত অনুষ্ঠানের ক্ষয় ক্ষতি করেন।ছাত্রলীগ কর্মীরা উপায়ান্তর না পেয়ে গণমাধ্যম কর্মীদের খবর দেন এবং তারা অভিযোগ দিয়ে বলেন,আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ। আমরা জননেত্রী শেখ হাসিনার ভীষণ ৪১ এর লক্ষ্যে কাজ করতে চাওয়াটা কি আমাদের অপরাধ।আমরা ছাত্রলীগ কর্মীরা ১ লক্ষ্য ২২ হাজার ৩৮০ টাকা ব্যায় করে আয়োজন করলাম,সেটা তারা নষ্ট করে দিলো।আমাদের খাবার ব্যানার,টি শার্ট,ও চেয়ার পুরে ছাই করে দিলো।সব মিলে আনুমানিক ২ লক্ষ্য টাকার লোকশান হয়ে গেলো।আমরা ছাত্ররা এত টাকা কোথায় পাবো।কিভাবে ক্ষতিপূরন করবো।আমরা এর সঠিক বিচার চাই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 sadhinbarta.com