1. sadhinbarta2024@gmail.com : admin :
  2. sadhinbarta202444s@gmail.com : স্বাধীন বার্তা ডেস্ক : স্বাধীন বার্তা ডেস্ক
আহলান সাহলান মাহে রমজান, খোশ আমদেদ মাহে রমজান ।। - স্বাধীন বার্তা - Sadhin Barta
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:১১|

আহলান সাহলান মাহে রমজান, খোশ আমদেদ মাহে রমজান ।।

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪,
  • 25 বার পড়া হয়েছে

এম কে সবুর তালুকদারঃ

আহলান সাহলান মাহে রমজান।
খোশ আমদেদ মাহে রমজান ।।
————————————————
আলহামদুলিল্লাহ । মহান আল্লাহ পাকের অপার অনুগ্রহে আমরা রজব ও শাবান মাসের বরকত পেরিয়ে রহমত মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানে পৌছাতে পেরেছি – এজন্য হাজারো শুকরিয়া। এখন আমাদের একমাত্র উদ্দেশ্য হলো কিভাবে আমল করা যায় – নিজের গুনাহ মাফ এবং পিতামাতা আপনজনসহ উম্মতে মুহম্মদির গুনাহ মাফ করানো যায়।
আমরা সাধারণ মুসলমানরাও রমজানের গুরুত্বপূর্ন আমল – সেহরি খাওয়া , রোজা রাখা , ইফতার করা – করানো , তারাবীহ পড়া , পবিত্র কোরআন তেলোয়াত করা ও তেলোয়াত শুনা , জিকির করা , দরুদ পড়া , সদগা – দান খয়রাত করা ইত্যাদি ইত্যাদি আমল গুলো কমবেশি জানি।

আমরা এও জানি এমাসে একটা ফরয আমল ৭০ টি ফরযের সমান ও একটি নফল আমল একটি ফরয আমলের সমান নেকি ।
রমজানের সুসংবাদের পাশাপাশি অনেক হুশিয়ারীও আছে – যেমন যে ব্যাক্তি পবিত্র রমজান মাস পেলো কিন্তু আমল দ্বারা তার গুনাহ মাফ করাতে পারলো না — জান্নাত অর্জন করতে পারলো না তার প্রতি আল্লাহ এর লানত ! তাই ভাই আমাদের সতর্ক হতে হবে – আপ্রান চেষ্টা করতে হবে আমরা আমল করে করে যেনো গুনাহ মাফ করিয়ে নিয়ে জান্নাত অর্জন করে নিতে পারি ।

এমাসে নবি করিম (স:) ৪ টি কাজ বেশি বেশি করার হুকুম করিয়াছেন । ১. বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু পড়া। ২. বেশি বেশি এস্তেগফার করা -(অস্তাগফিরুল্লাহ….. )। ৩. বেশি বেশি জান্নাত চাওয়া ( আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্নাত )। ৪. বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া( আল্লাহুম্মা আজিরনি মিনান নার)।
মহান আল্লাহ পাক আমাদের সেভাবে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 sadhinbarta.com