1. sadhinbarta2024@gmail.com : admin :
  2. sadhinbarta202444s@gmail.com : স্বাধীন বার্তা ডেস্ক : স্বাধীন বার্তা ডেস্ক
তীব্র দাবদাহ থেকে মুক্তি ও বৃষ্টি কামনার উদ্দেশ্য সালাতুল ইস্তিসকা। - স্বাধীন বার্তা - Sadhin Barta
১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:২৭|

তীব্র দাবদাহ থেকে মুক্তি ও বৃষ্টি কামনার উদ্দেশ্য সালাতুল ইস্তিসকা।

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, এপ্রিল ২৭, ২০২৪,
  • 14 বার পড়া হয়েছে

সালমা আক্তার দাউদ কান্দি কুমিল্লা

কুমিল্লা টিক্কাচর ঈদগাহ ময়দানে
আজ শনিবার সকাল ১০ টায় জড়ো হয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেন এলাকার মুসল্লীগণ ।
আরব দেশের মত বাংলাদেশে ও অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায় করেছেন কুমিল্লা টিক্কাচর এলাকার ধর্ম প্রাণ মুসল্লিরা ।শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় কুমিল্লা টিক্কাচর ঈদগাহ ময়দানের মাঠে এই নামাজ আদায় করা হয়।বিশেষ এ নামাজে প্রায় দেড় শতাধিক মুসল্লী অংশ নেন। নামাজে ইমামতি করেন।খাজা গরীবে নেওয়াজ মান্নানিয় মাদ্রাসার প্রতিষ্ঠিতা পীরজাদা মুফতি খাজা ইমরান শাহ বীন জেহাদি। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনা জি এম শাহজাহান বিপ্লবী । মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা।নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন ‘সারাদেশ অসহনীয় গরম পড়েছে। অনেকদিন ধরেই বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। সেজন্য পীরজাদা মুফতি ইমরান শাহ বলেন,রাসুল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইস্তেখারা নামাজ আদায় করলাম। বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।’খরার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টি না থাকার কারণে ফসল মরে যাচ্ছে। টিউবওয়েলে পানি উঠছে না। আমরা আজ এসেছি বৃষ্টির জন‍্য নামাজ আদায় করতে।আল্লাহতায়ালা যেন আমাদের একটি স্বস্তিদায়ক বৃষ্টি দান করেন, দেশের আবহাওয়া যেন একটু শীতল হয়ে মানুষের জনজীবন ঠান্ডা করে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 sadhinbarta.com