1. sadhinbarta2024@gmail.com : admin :
  2. sadhinbarta202444s@gmail.com : স্বাধীন বার্তা ডেস্ক : স্বাধীন বার্তা ডেস্ক
নীলফামারী জেলায় জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নে গরীবের বন্ধু কাজী শান্ত - স্বাধীন বার্তা - Sadhin Barta
১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৫৯|

নীলফামারী জেলায় জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নে গরীবের বন্ধু কাজী শান্ত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, এপ্রিল ১১, ২০২৪,
  • 17 বার পড়া হয়েছে

মোঃরাজু মিয়া সোহাগ নীলফামারী জেলা প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধুনিক স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন এর নিরীহ লোকদের সহযোগিতা সহ সকল কাজের যথাযথ দেখভাল এবং তদারকির মাধ্যমে মোক্ষম ভুমিকা রাখায় জলঢাকা উপজেলায় অতন্দ্র প্রহরী হিসাবে স্বীকৃতি পেয়েছেন কাজী শান্ত।শৌলমারী ইউনিয়ন এর মানুষের বৈষম্য মুলক আচরনে প্রতিবাদ করা,শৌলমারী ইউনিয়ন এর বিভিন্ন প্রতিষ্ঠান গুলো ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রতিহিংসা পরায়ন কর্মকান্ড থেকে পরিত্রাণ পেতে ছুটে আসেন সবাই কাজী শান্ত এর নিকট। এছাড়াও শৌলমারী ইউনিয়ন এর ০৯ টি ওয়ার্ড এর মানুষের কাছে তিনি হয়েছেন জনপ্রিয় ব্যাক্তি।তিনি সবসময় গরীব দুঃখী মানুষের সেবা করতেছেন।কাজী শান্ত ব্যাক্তিগত উদ্যোগে ও তার পরিচিত আস্হাভাজন ব্যাক্তি বর্গকে নিয়ে শৌলমারী ইউনিয়ন এ একটি ব্লাড ডোনেশন কেন্দ্র স্হাপন করেন।কাজী শান্ত তার রোজগারের ৮০%অর্থ গরীব অসহায়দের মাঝে বন্টন করেন অকাতরে।তিনি একজন উদার মানসিকতার মানুষ।তাইতো শৌলনারী বাসীর নয়নের মনি কাজী শান্ত। সর্বদায় মানুষের মুখপাত্র হয়ে সেবা মুলক কর্মকান্ড পরিচালনায় সবার কাছেই হয়ে উঠেছেন প্রিয় শান্ত ভাই নামে। বাস্তবতা দেখলেই প্রতীয়মাণ হয় না এতটা বড় হৃদয়ের অধিকারী কাজী শান্ত ভাই। কিন্তূ তার দুরদর্শী অক্লান্তকর্মা পরিশ্রম এবং মানুষের ভালোবাসায় তিনি হয়ে উঠেছেন শৌলমারী ইউনিয়ন এর একজন অতন্দ্র প্রহরী হিসাবে। তাই তো তার কাজী পাড়ার বাসায় প্রতিনিয়ত বিভিন্ন পদাধিকারীদের আনাগোনা রীতিমত দৃশ্যমান। এ বিষয়ে কাজী শান্ত সংবাদকর্মীদের জানান,তিনি শুধু শৌলমারী ইউনিয়ন নয় পুরো জলঢাকা উপজেলার মানুষের যন্য শৌলমারী ব্লাড ডোনেশন কেন্দ্র থেকে কাজ করে যাবেন। শৌলমারী ইউনিয়ন এর মানুষের ভাগ্য সুপ্রসন্নে এবং নদী মাতৃভূমি এ এলাকাটির আমুল পরিবর্তনের লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। উন্নয়নের কাজ চলমান রয়েছে সে সকল স্থান সমুহ দেখভাল ও তদারকি করে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ ৪১ বাস্তবায়নের লক্ষে এবং আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রত্যন্ত অঞ্চলে থেকেও বঙ্গমাতার জন্য কিছু করার চেষ্টা করছি। এছাড়াও সরকারি বিভিন্ন দিবস পালনসহ সরকারের যথাযথ কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমি বদ্ধপরিকর । ঈদুল ফিতর উপলক্ষে কাজী শান্ত শৌলমারী ব্লাড ডোনেশন কেন্দ্র থেকে ৮২ টি পরিবারে ঈদ সামগ্রী বিতরন করেন। সকল মানুষের সুসাস্হ্য কামনা করে কাজী শান্ত সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 sadhinbarta.com