1. sadhinbarta2024@gmail.com : admin :
  2. sadhinbarta202444s@gmail.com : স্বাধীন বার্তা ডেস্ক : স্বাধীন বার্তা ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভারত থেকে এলো টিসিবির ৪০০ টন ছোলা। - স্বাধীন বার্তা - Sadhin Barta
২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৮:৫৩|

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভারত থেকে এলো টিসিবির ৪০০ টন ছোলা।

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪,
  • 19 বার পড়া হয়েছে

মোল্লা শাওন,

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে টিসিবির ৪০০ টন ছোলা আমদানি করা হয়েছে। সোমবার (০৪ মার্চ) বিকেলে এসব ছোলা বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়। এর আগে রোববার (০৩ মার্চ) সন্ধ্যায় ছোলার প্রথম চালান আমদানি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এ ছোলা খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট সিঅ্যান্ডএফ এজেন্ট। সিঅ্যান্ডএফ এজেন্টের স্বত্বাধিকারী আতিয়ার রহমান হাবু জানান, রমজান মাস উপলক্ষে সরকার চার হাজার টন ছোলা বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে।

যার মধ্যে ৪০০ টন ছোলা বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। আগামীকাল আরও ৬০০ টন ছোলা বেনাপোল বন্দরে এসে পৌঁছাবে। এছাড়া পরবর্তীতে বাকি ৩০০০ হাজার মেট্রিক টন ছোলা আসবে। বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ভারত থেকে ৪০০ টন টিসিবির ছোলা আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত এসব ছোলা ছাড় হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 sadhinbarta.com