1. sadhinbarta2024@gmail.com : admin :
  2. sadhinbarta202444s@gmail.com : স্বাধীন বার্তা ডেস্ক : স্বাধীন বার্তা ডেস্ক
জলঢাকায় ১০০ (একশত) বোতল ফেন্সিডিল সহ ১ টি চার্জার অটো ভ্যান জব্দ এবং ০২ জন আসামী গ্রেফতার। - স্বাধীন বার্তা - Sadhin Barta
২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ| ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৫৪|

জলঢাকায় ১০০ (একশত) বোতল ফেন্সিডিল সহ ১ টি চার্জার অটো ভ্যান জব্দ এবং ০২ জন আসামী গ্রেফতার।

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, জুন ৫, ২০২৪,
  • 20 বার পড়া হয়েছে

মোঃরাজু মিয়া সোহাগ :

স্টাফরিপোর্টারঃ

নীলফামারী জেলার জলঢাকা থানায়, মাননীয় পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার চৌকস অভিযান টিম জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি মৌজাস্থ জনৈক মোহাম্মদ সামসুজ্জামান সামু এর ভুট্টা ভাঙ্গা মিলের সামনে জলঢাকা হতে রংপুরগামী পাকা রাস্তার উপর ০৫/০৬/২০২৪ ইং তারিখ সকাল ১০ঃ৫০ ঘটিকায় ১।মোঃ সবুজ ইসলাম (২৮) পিতা মোঃনাজির হোসেন গ্রাম-পূর্ব সারডুবি আসামী ২। মোঃফারুক ইসলাম শীতল (২৫) পিতা আঃ আজিজ ইসলাম গ্রাম-বড় খাতা উভয় থানা- হাতীবান্ধা জেলা লালমনিরহাটদ্বয়ের নিকটে ঢাকা চার্জার অটো ভ্যান এর পিছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্সের ভিতরে ১০০ (একশত) বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত চার্জার অটো ভ্যানটি জব্দ করা হয়। যাহার মূল্য অনুমান ১,০০০০০ (এক লক্ষ) টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং- ১০ তারিখ ০৫/০৬/২০২৪ ইং ধারা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ১৩(গ)/ ৩৬(১) সারণির ১৪(গ) রুজু করা হয়।জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার সংবাদকর্মীদের বলেন,আমি জলঢাকা থানাকে মাদকমুক্ত ও জুয়া মুক্ত এবং সকল প্রকার অনৈতিক কর্মকান্ড বন্ধ করার লক্ষ্যে কাজ করে যাবো

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 sadhinbarta.com