1. sadhinbarta2024@gmail.com : admin :
  2. sadhinbarta202444s@gmail.com : স্বাধীন বার্তা ডেস্ক : স্বাধীন বার্তা ডেস্ক
অসহায় মানুষের সেবায় নিবেদিত সহায়তাকারী সংস্থা বদলগাছীর আশার আলো। - স্বাধীন বার্তা - Sadhin Barta
২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ| ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৫১|

অসহায় মানুষের সেবায় নিবেদিত সহায়তাকারী সংস্থা বদলগাছীর আশার আলো।

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, জুন ১০, ২০২৪,
  • 10 বার পড়া হয়েছে

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,

অসহায় মানুষের সেবায় নিবেদিত সহায়তাকারী সংস্থা বদলগাছীর আশার আলো।
“মানুষ মানুষের জন্য” এই স্লোগান কে সামনে রেখে নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সদরের হাটখোলা বাজারে অবস্থিত আশার আলো প্রতিবন্ধী কল্যাণ পরিষদ প্রতিনিয়ত অসহায় ও দুস্থ্য মানুষের সেবায় নিবেদিত একটি সংস্থা হিসেবে উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে।
যে মানুষটি এই মহৎ কাজটি হাতে নিয়েছেন তিনি হলেন সংস্থাটির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম বাবু।
তিনি তার বক্তব্যে তার সংস্থার কার্যক্রম সম্পর্কে যা জানান,
*** হতদরিদ্র প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা,কলম,বই,স্কুল ড্রেস স্কুল ব্যাগ বিতরণ।
*** সমাজের অসহায় প্রতিবন্ধীদের
মাঝে শীতবস্ত্র বিতরণ।
*** সমাজের অসহায় ক্যান্সার, কিডনি সিরোসিস, হ্রদরোগ,পারালাইজড এই ব্যক্তিদের সমাজসেবা অফিসের মাধ্যমে যোগাযোগ করে আর্থিক সাহায্য প্রদান।
*** ভিক্ষুকদের তালিকা তৈরি।
*** প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান।
*** দুস্থ মহিলা ও প্রতিবন্ধী মহিলাদের সেলাই প্রশিক্ষন।
*** বয়স্ক, শিশু ও গণশিক্ষা কার্যক্রম।
*** ছিন্নমূল মানুষের মাঝে প্রতিদিন দুপুর ( ১ টা থেকে ২ টা) পর্যন্ত খাবার বিতরণ সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আমরা বিভিন্ন কাজ করে থাকি।
তিনি আরও জানান, আমার এই কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আমার এই কাজটি আরও সহজ হতো।
এই বিষয়ে বদলগাছি সরকারি মডেল পাইলট হাইস্কুলের হতদরিদ্র ও মেধাবী ৭ম শ্রেণির একজন শিক্ষার্থী অমিত কুমার বিধান জানান, বাবু কাকু যে কাজটি করছে তা খুব ভালো একটি কাজ। আমরা এখানে প্রতিদিন দুপুরের খাবার খায়। আমাদের খুব ভালো লাগে।
বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন ও সাধারণ সম্পাদক, দৈনিক স্বাধীন দেশ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু রায়হান লিটন জানান, সে ( বাবু) নিজে একজন প্রতিবন্ধী হয়ে যে কাজটি করে প্রতিবন্ধী ও হতদরিদ্রের জন্য, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা যাঁরা সমাজে প্রতিষ্ঠিত ও বিত্তবান শ্রেণীর মানুষ রয়েছি তারা যদি একটু সহযোগিতা করতে পারি,তাহলে সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে অনেকটায় এগিয়ে নেওয়া যেত। সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 sadhinbarta.com